kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

নতুন মেয়াদে শপথের প্রস্তুতি মোদির

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মে, ২০১৯ ০৯:২৭ | পড়া যাবে ১ মিনিটেনতুন মেয়াদে শপথের প্রস্তুতি মোদির

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয়বারের মতো জনগণের ম্যান্ডেট পেয়েছেন নরেন্দ্র মোদি। এবার নতুন মেয়াদে শপথ নেওয়ার পালা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, আগামী সপ্তাহের মাঝামাঝিতে তার শপথ অনুষ্ঠান হতে পারে। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় তারিখটি হচ্ছে, আগামী মঙ্গলবার, ২৮ মে অথবা একদিন পিছিয়ে ২৯ মে।

নির্বাচনে বিজয় নিশ্চিত হওয়ার পর মোদি বলেছেন, ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে কোনো দলই ভোটারদের ভুল পথে নিয়ে যেতে পারবে না। গত লোকসভা নির্বাচনে ১৬ মে ভোট গণনা হয়েছে। আর কেন্দ্রীয় মন্ত্রিসভা শপথ নিয়েছেন ২৬ মে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয়ের পর দলীয় কার্যালয়ে উচ্ছ্বসিত সমর্থক ও কর্মীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় বিজেপি সভাপতি অমিত শাহ ও অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

সাত ধাপের দীর্ঘ ভোটগ্রহণ প্রক্রিয়ার পর বুথ ফেরত জরিপের ফলাফলকে বিরোধীরা পাত্তা না দিলেও শেষ পর্যন্ত ভারতের মসনদে থাকছেন নরেন্দ্র মোদি, এটাই নিশ্চিত হয়ে যায়।

মন্তব্যসাতদিনের সেরা