kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সাংবাদিক, আলেম, লেখক-তিনজনের শিরশ্ছেদ করবে সৌদি আরব

কালের কণ্ঠ অনলাইন   

২২ মে, ২০১৯ ১৫:৫৬ | পড়া যাবে ২ মিনিটেসাংবাদিক, আলেম, লেখক-তিনজনের শিরশ্ছেদ করবে সৌদি আরব

আল-ওদাহ, আল-কারনি ও আল-ওমারি (বাম থেকে ডানে)

রমজান মাসের পরপরই সন্ত্রাসবাদের একাধিক অভিযোগের ভিত্তিতে তিন জন বিশিষ্ট ব্যক্তিকে শিরশ্ছেদ করতে যাচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে। তবে মৃত্যুদণ্ড কর্যকর নিয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তিন জন বিশিষ্ট ব্যক্তি হলেন, ধর্মীয় নেতা শেখ সালমান আল-ওদাহ, লেখক ওয়াড আল-কারনি এবং ব্রডকাস্টার আলী আল-ওমারি।

আল-ওদাহকে মনে করা হয় মধ্যপন্থী সুন্নি আলেম। তাঁকে গ্রেপ্তার করা হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। তাঁর অপরাধ ছিলো সৌদি আরব ও কাতারের মধ্যে কূটনৈতিক সংকটের সমাধান করার জন্য টুইটারে একটি পোস্ট করেছিলেন। রমজান শেষ হওয়ার পরপরই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। অন্যদিকে ওয়াড আল-কারনি হলেন লেখক ও ধর্মপ্রচারক। আলী আল-ওমারি ‘ফর ইয়ুথ’ নামের একটি টেলিভিশনের ব্রডকাস্টার।

এই শিরশ্ছেদের ঘোষণায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ।

এর আগে ২৩ এপ্রিল সৌদি আরবে একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করা হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে তাঁদের শিরশ্ছেদ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে ২ জনের মৃতদেহ ক্রেন দিয়ে প্রকাশ্যে ঝুলিয়েও রাখা হয়। সৌদি কর্তৃপক্ষ জানায়, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে ওই ৩৭ জনের মধ্যে দুইজনকে শিরশ্ছেদের পর ক্রুশবিদ্ধ করা হয়েছে।

চলতি বছরেই দেশটিতে কমপক্ষে ১০০ জনের শিরশ্ছেদ করা হয়েছে। গত বছর অন্তত ১৪৯ জনের শিরশ্ছেদ করা হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা