kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

যৌনকর্মী বানাতে বিয়ের ফাঁদ, চীনা স্বামীকে ছেড়ে পালিয়ে বেঁচেছে পাকি দুই নারী

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ২৩:০৩ | পড়া যাবে ২ মিনিটেযৌনকর্মী বানাতে বিয়ের ফাঁদ, চীনা স্বামীকে ছেড়ে পালিয়ে বেঁচেছে পাকি দুই নারী

পাকিস্তানের দুই নারী চীনের দু'জনকে বিয়ের পর জানতে পারেন, ওই ব্যক্তিরা তাদের যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেবেন। এর পর স্বামীদের ছেড়ে ওই দুই নারী পালিয়ে বেঁচেছেন।

চীনের ওই দুই নাগরিক লাহোরে অবৈধভাবে পতিতালয় খুলে বসেছেন। ওই দুই নারীকে চীনে নিয়ে যাওয়ার পর বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

জানা গেছে, পাকিস্তান থেকে নারীদের বিয়ে করে নিয়ে যাওয়ার পর চীনে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেওয়া হয়। আবার অনেকের অঙ্গও বিক্রি করার অভিযোগ রয়েছে।

পাঞ্জাবের সামিনা ও তাসাউর বিবি বিষয়টি টের পেয়ে স্বামীদের ছেড়ে পালিয়ে বেঁচেছেন। তারা বলছেন, মুসলমান আর সৎ ভেবে তারা দু'জন চীনের ওই দুই ব্যক্তিকে বিয়ে করেছিলেন। তবে পরে তারা জানতে পারেন যে, ওই দুই ব্যক্তি মুসলিম নয় এমনকি তারা সৎও নয়।

পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি বলছে, পাকিস্তানের ওই দুই নারীকে নিয়ে যাওয়ার জন্য ভুয়া ধর্মীয় পরিচয়ের সার্টিফিকেট দেখিয়েছে ওই দুই ব্যক্তি।

পুলিশ বলছে, এ ধরনের ঘটনায় কয়েক সপ্তাহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত সপ্তাহেও বিমানবন্দর থেকে পাকিস্তানি দুই নারীসহ তিনজন চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। তাদেরও বিয়ের পর চীনে নিয়ে যাওয়া হচ্ছিল।

মন্তব্যসাতদিনের সেরা