kalerkantho

রবিবার । ২৬ জানুয়ারি ২০২০। ১২ মাঘ ১৪২৬। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১     

জাম্বিয়ায় সাপের কামড়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি

কালের কণ্ঠ অনলাইন   

২১ মে, ২০১৯ ১৮:১১ | পড়া যাবে ১ মিনিটেজাম্বিয়ায় সাপের কামড়ে মারা গেলেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি

ছুটি কাটাতে জাম্বিয়া গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এক বিচারপতি। সেখানে বিষাক্ত সাপের কামড়ে মারা গেছেন তিনি।

হতভাগ্য ওই বিচারপতির নাম অ্যান্টন স্টিনকাম্প। তিনি সেদেশের লেবার কোর্টের বিচারপতি ছিলেন। বিশ্বের ভয়ঙ্কর বিষধর সাপ ব্লাক মাম্বার কামড়ে মারা গেছেন এই বিচারপতি।

দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম সাউথ আফ্রিকা'স নিউজ টোয়েন্টি ফোর-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বিচারপতি অ্যান্টন স্টিনকাম্পের একজন আত্মীয়ের বক্তব্য তুলে ধরা হয়েছে। রুবি স্টিনকাম্প নামের ওই আত্মীয় বলেন, 'আমরা শেষ হয়ে গেছি, কোনও ভাষা নেই। ঘটনাটি অবিশ্বাস্য। তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তাঁর স্ত্রী ক্যাথেরিন এখনও জাম্বিয়ায় আছেন। তাঁরা আফ্রিকায় ভ্রমণ করছিলেন।' 

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার একজন কলাম লেখক ম্যাক্স ডু প্রিজ। বিচারপতি স্টিনকাম্পকে তিনি 'বিচক্ষণ, সদয়, প্রগতিশীল এবং সততার দৃষ্টান্ত' হিসেবে বর্ণনা করেন।

সূত্র : সাউথ আফ্রিকা'স নিউজ টোয়েন্টি ফোর 

মন্তব্যসাতদিনের সেরা