বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি
প্রাত:ভ্রমণকারী নারীর পেছন ছুটছে ধর্ষকামী লোকটি
এক নারী ভোরবেলা রাস্তায় জগিং করছিলেন। আচমকা এক লোক পেছন থেকে দৌঁড়ে এসে তার হাত ধরে। ঘটনা এখানেই থেমে থাকেনি। লোকটি তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
তবে নারীটি তাকে মুক্ত করতে সমর্থ হয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ঘটে যাওয়া এই ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
লোকটি নারীটির পশ্চাদেশ ধরে তাকে নীচে টেনে ফেলে দিতে চেষ্টা করে
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অ্যাডিলেইডের দক্ষিণ-পশ্চিমে অকল্যান্ড রিক্রিয়েশন প্লাজার কাছে নারীর পেছনে সন্দেহভাজন লোকটি দৌঁড়ে যাচ্ছে। মে মাসের ১৬ তারিখে ভোর ৫টা ৪০ মিনিটের ঘটনা এটি।
লোকটি কয়েক সেকেন্ডের জন্য নারীটির পশ্চাদেশ ধরে রাখে এবং তাকে নীচে টেনে ফেলে দিতে চেষ্টা করে। এরপর লোকটি ২২ বি রোডের বাস স্টপ হয়ে দক্ষিণ দিকের একটি পার্কের দিকে দৌঁড়ে পালিয়ে যায়।
জায়গাটা নির্জন ছিল। আশপাশেও সাহায্য করার মতো কেউ ছিল না। তবে আক্রান্ত হওয়া নারীটি শেষ পর্যন্ত কোনো ধরনের জখম হওয়া ছাড়াই নিজেকে রক্ষা করতে সমর্থ হয়েছেন।
লোকটি নারীটির সঙ্গে ধস্তাধস্তি করছে
নারীটির বর্ণনানুযায়ী, সন্দেহভাজন লোকটি ছিলেন একজন শ্বেতাঙ্গ। তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। লোকটি ছিলেন ক্লিন শেভ করা এবং স্লিম গড়নের।
সূত্র : ডেইলি মেইল
মন্তব্য