kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

মোদির ধ্যানের গুহায় রয়েছে ওয়াইফাই-টেলিফোনসহ আধুনিক ব্যবস্থা!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ মে, ২০১৯ ১৬:২৮ | পড়া যাবে ১ মিনিটেমোদির ধ্যানের গুহায় রয়েছে ওয়াইফাই-টেলিফোনসহ আধুনিক ব্যবস্থা!

সারারাত একটি গুহায় ধ্যান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শনিবার সারারাত একটি গুহায় ধ্যান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুহাটি দৈর্ঘ্যে-প্রস্থে ১০ ফুট বাই ৮ ফুট। এই গুহায় ১৮ ঘণ্টা ধ্যানমগ্ন ছিলেন তিনি। গুহাটি ওয়াইফাই, টেলিফোনেরও ব্যবস্থা রয়েছে। শুধু তাই নয় সেখানে রয়েছে শৌচালয়সহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাও। 

প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, গায়ে গেরুয়া কাপড় জড়িয়ে পদ্মাসনে ধ্যানে বসে রয়েছেন নরেন্দ্র মোদি। 

বৃহস্পতিবার সপ্তম দফার নির্বাচনের প্রচার শেষ হয়েছে । এ সময় মোদিকে কেদারনাথ ও বদ্রীনাথ দর্শনে অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন। 

শনিবার সম্পূর্ণ পাহাড়ি পোশাকে সেজে প্রায় আধ ঘণ্টা ধরে কেদারনাথ মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদি। এরপর উত্তরাখণ্ড সফরের দ্বিতীয় দিনে বদ্রীনাথেও পুজো দেন তিনি। 

ধ্যান করার পাশাপাশি তিনি মন্দির শহরের উন্নয়নের কাজও খতিয়ে দেখেন। 

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেদারনাথে পুজো দেওয়ায় নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। 

মন্তব্যসাতদিনের সেরা