kalerkantho

শুক্রবার। ২৬ আষাঢ় ১৪২৭। ১০ জুলাই ২০২০। ১৮ জিলকদ ১৪৪১

ভোট না দিলেই ১৬৮৫ টাকা জরিমানা অস্ট্রেলিয়ায়

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৯ ২০:২২ | পড়া যাবে ১ মিনিটেভোট না দিলেই ১৬৮৫ টাকা জরিমানা অস্ট্রেলিয়ায়

নির্বাচনে ভোট না দিলে এক হাজার ছয়শ ৮৫ টাকা জরিমানা গুনতে হবে অস্ট্রেলিয়ায়। জানা গেছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে সে দেশে। যারা ভোট দিতে পারবেন না, তাদেরকে ২০ ডলার জরিমানা করবে অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন।

যাদের ভোট গ্রহণ হবে না, তাদের কাছে নোটিস পাঠাবে নির্বাচন কমিশন। যথাযথ কারণ দেখাতে পারলে জরিমানা গুনতে হবে না। অন্যথায় ২০ ডলার জরিমানা গুনতে হবে।

অসুস্থ থাকলে, সন্তানের জন্ম হলে, পরিবারের কারো মৃত্যু হলে কিংবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে জরিমানা নেওয়া হয় না। অন্যথায় ভোট দিতে যাওয়া বাধ্যতামূলক।

১৯২৪ সাল থেকে সে দেশে ভোট দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে। যথাযথ কারণ ছাড়া ভোট না দেওয়া সে দেশে দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসাতদিনের সেরা