kalerkantho

শুক্রবার । ১৯ আষাঢ় ১৪২৭। ৩ জুলাই ২০২০। ১১ জিলকদ  ১৪৪১

দুবার কেঁপে উঠল নিকোবর ও উত্তরাখণ্ড

কালের কণ্ঠ অনলাইন   

১৮ মে, ২০১৯ ১২:২৯ | পড়া যাবে ১ মিনিটেদুবার কেঁপে উঠল নিকোবর ও উত্তরাখণ্ড

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরাখণ্ড। দু'বার এই কম্পন অনুভূত হয়েছে। 

এই কম্পনের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুটি জায়গাতেই কম্পনের তীব্রতা কম ছিল। 

জানা গেছে, শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতে কম্পন অনুভূত হয়। 

আবহওয়া দপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৯। 

এর আগে, শুক্রবার মাঝরাতে মৃদু কম্পন অনুভূত হয় নিকোবর দ্বীপপুঞ্জেও। রাত ১২.৩৫-এ কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.৯। দুটি ক্ষেত্রেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

মন্তব্যসাতদিনের সেরা