kalerkantho

রবিবার । ০৮ ডিসেম্বর ২০১৯। ২৩ অগ্রহায়ণ ১৪২৬। ১০ রবিউস সানি ১৪৪১     

চীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন, নিহত ১০

কালের কণ্ঠ অনলাইন   

১৭ মে, ২০১৯ ২৩:১৯ | পড়া যাবে ১ মিনিটেচীনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল ভবন, নিহত ১০

ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে চীনে। হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল ভবন। চীনের সাংহাই শহরে একটি বাণিজ্যিক ভবন ধসে ১০ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সাংহাইয়ের চেঞ্জনিং জেলার জোহা রোডের ওই ভবনটির পুনঃসংস্কারের কাজ চলছিল। আর সেই কাজ চলাকালীনই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওই ভবনটি ধসে পড়ে। সেই সময় কংক্রিটের পিলার ও কাঠের বিম ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

ধ্বংসাবশেষের নিচ থেকে এখনও পর্যন্ত ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১০ জন মৃত বলে জানা গিয়েছে। এর আগে এক বিবৃতিতে সাতজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। তবে এখনও পর্যন্ত আর কেউ ওই ভবনের নিচে চাপা পড়ে আছে কিনা তার খোঁজ করছে কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা