kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

সুন্দরী পোলিং অফিসার, ১০০ শতাংশ ভোটার উপস্থিতি!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ১৭:৪৫ | পড়া যাবে ১ মিনিটেসুন্দরী পোলিং অফিসার, ১০০ শতাংশ ভোটার উপস্থিতি!

মুখে মিটিমিটি হাসি আর পরনে হলুদ শাড়ি। সানগ্লাস লাগিয়ে রোদ মাড়িয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। তার দুই হাতে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম)। ভারতে চলমান লোকসভা নির্বাচনে একটি ছবি ভাইরাল হয়েছে।

ছবি কার বা নারীটির পরিচয় কী? এ নিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে ভারতের গণমাধ্যমে প্রথমে ওই নারীর নাম নলিনী সিংহ বলে উল্লেখ করা হয়। কিন্তু পরে জানানো হয়, নলিনী সিংহ নয়, তিনি রিনা দ্বিবেদী। তার বাড়ি উত্তরপ্রদেশের লখনউয়ে। রিনা ওই রাজ্যের পিডব্লিউডি বিভাগের জুনিয়র অ্যাসিসট্যান্ট।

লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে দায়িত্ব পান রিনা। ভোটের দিন তার পরনে ছিল হলুদ শাড়ি, সানগ্লাস। সুন্দরী পোলিং অফিসার রিনা দায়িত্ব পালন করায় ওই বুথে প্রায় ১০০ শতাংশ ভোট পড়েছে।

তবে সাংবাদিকদের রিনা জানিয়েছেন, তার কারণেই এত ভোট পড়েছে কি না -তা তিনি জানেন না। তবে ভোটারদের উপস্থিতি ভালো ছিল।

ভিডিওতে দেখুন...

মন্তব্য