kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

ড্রোন হামলার পর সৌদি পাম্প স্টেশন স্যাটেলাইট থেকে তোলা ছবিতে

কালের কণ্ঠ অনলাইন   

১৫ মে, ২০১৯ ১৪:৫৫ | পড়া যাবে ১ মিনিটেড্রোন হামলার পর সৌদি পাম্প স্টেশন স্যাটেলাইট থেকে তোলা ছবিতে

সৌদি আরবের দুই পাম্প স্টেশনে ড্রোন হামলা চালানোর পর স্যাটেলাইটে তোলা একটির ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা দি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

আক্রান্ত স্টেশন দুটি দেশটির আল-দুদমি শহরের বাইরে অবস্থিত। যে স্টেশনটির ছবি প্রকাশ করা হয়েছে তা সৌদি আরামাকো কম্পানির ৮ নম্বর পাম্প স্টেশন। এটি রাজধানী রিয়াদ থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) পশ্চিমে। 

ছবিটি তুলেছে সান ফ্রান্সিসকোভিত্তিক প্ল্যানেট ল্যাবস ইনকরপোরেট। বুধবার ছবিটি প্রকাশ করে এপি। 

মঙ্গলবার হামলার পর তোলা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের দুই স্টেশনের কাছে দুটি কালো চিহ্ন দেখা যায়। কিন্তু হামলার আগের দিন সোমবার তোলা ছবিতে ওই কালো চিহ্ন ছিল না। 

হামলার পর ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশনে বলা হয়, হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

সম্প্রতি পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারসহ চারটি বাণিজ্যিক জাহাজে অন্তর্ঘাতমূলক হামলা চালানো হয়। ওই ঘটনার পর এ হামলার ঘটনা ঘটল সৌদিতে। 

সূত্র : দ্য স্টার  

মন্তব্যসাতদিনের সেরা