kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

মার্কিন সামরিক স্থাপনায় রুশ মিসাইলের চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০১৯ ১৫:৪৭ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন সামরিক স্থাপনায় রুশ মিসাইলের চাঞ্চল্যকর স্যাটেলাইট ছবি

স্যাটেলাইট ছবিতে মার্কিন সামরিক স্থাপনায় রুশ মিসাইল

সম্প্রতি স্যাটেলাইট থেকে পাওয়া একটি ছবি অনলাইনে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিসরের (স্থাপনা) মধ্যে সোভিয়েতের নকশা করা এস-৩০০ পিটি নামের সমরাস্ত্রের (মিসাইল) উপস্থিতি রয়েছে। 

ডিফেন্স ব্লগ নামের সামরিক সাইট ওই ছবির সত্যতা নিয়ে পর্যালোচনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পরিসরের মধ্যে সোভিয়েত মিসাইল রাখার সম্ভাব্য কারণ যাচাই করা হচ্ছে। 

ডিফেন্স ব্লগের বিশ্লেষকরা বলছেন, স্যাটেলাইটের ছবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পরিসরের মধ্যে একটি ৩০এন৬ ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সেমি-ট্রেলার ব্যবস্থার কয়েকটি ৫পি৮৫ ট্রান্সপোর্টার ইরেকটর লঞ্চার (টিইএল)-এর উপস্থিতি দেখা গেছে। এগুলো এস-৩০০ পিটি নামের ভূমি থেকে বায়ুতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ। 

তারা জানান, এস-৩০০ পিটি ব্যবস্থা (সিষ্টেম) প্রশাসনিক, শিল্প ও সামরিক ভবনসহ  সব ধরণের হামলার বিরুদ্ধে রক্ষার উদ্দেশে নকশা (ডিজাইন) করা হয়েছে। 

একইভাবে সাবেক সোভিয়েতের অর্ন্তভুক্ত দেশ ইউক্রেনে এ ধরনের রুশ সমরাস্ত্র ব্যবস্থা দেখা গেছে, যা মার্কিন প্রতিরক্ষা বিভাগ দ্বারা সংযুক্ত করা হয়েছে। 

সূত্র : দ্য ভেষ্টনিক 

মন্তব্যসাতদিনের সেরা