kalerkantho

বুধবার । ২৯ জানুয়ারি ২০২০। ১৫ মাঘ ১৪২৬। ৩ জমাদিউস সানি ১৪৪১     

'নরওয়েতে ইসলাম স্বাগত না,' কোকাকোলা কেন রোজার বিজ্ঞাপন দিল?

কালের কণ্ঠ অনলাইন   

১৪ মে, ২০১৯ ১৩:২৫ | পড়া যাবে ২ মিনিটে 'নরওয়েতে ইসলাম স্বাগত না,' কোকাকোলা কেন রোজার বিজ্ঞাপন দিল?

রমজান উপলক্ষে নরওয়েতে কোমলপানীয় কোকা-কোলার প্রচারাভিযান

ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান উপলক্ষে নরওয়েতে কোমলপানীয় কোকা-কোলা কম্পানি একটি প্রচারাভিযান শুরু করেছে। কিছু নরওয়েজিয়ান ওই বিজ্ঞাপনটিকে সহজভাবে মেনে নিতে পারেননি। এর বিরুদ্ধে দূরভিসন্ধির অভিযোগ তুলেছেন তারা। কোমলপানীয় পেপসি পানের মাধ্যমে অনেকেই ওই প্রচারাভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, নরওয়েতে ইসলাম স্বাগত নয়। 

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে রমজানের সময় সাধারণত প্রচারাভিযানে চালায় কোকা-কোলা। তবে কম্পানিটি এই প্রথম নরওয়েতে রমজানের রোজাকে গুরুত্ব দিয়ে প্রচারাভিযান চালাচ্ছে। দেশটির ৫ দশমিক ২ মিলিয়ন অধিবাসীর মধ্যে ৫ দশমিক ৭ শতাংশ মানুষ মুসলমান। 

 ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক অর্ধচন্দ্র কোকা-কোলার লোগোতে

ওই প্রচারাভিযানে ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক অর্ধেক চাঁদ বা অর্ধচন্দ্রকে কোকা-কোলার লোগোতে সন্নিবেশ করা হয়েছে। 

এদিকে কোকা-কোলা নরওয়ের বিপণন ব্যবস্থাপক জোহানা কোসানোভিচ দেশটির সংবাদপত্র ডাগল্যাডেটকে বলেছেন, আমাদের কম্পানি বৈচিত্র্যকে (ধর্মীয়) উদযাপন করতে গুরুত্ব সহকারে এর পক্ষে দৃঢ় অবস্থান নিতে চায়। 

তিনি বলেন, বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তিমূলক বিষয়গুলো কোকা কোলার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, অনেকে জানেন না যে, ১৯৫০ এর দশকে আমরা নাগরিক অধিকারের আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। প্রথমবারের মতোকে কোনো নারীকে বিজ্ঞাপন প্রচারণায় এনেছিল কোকা-কোলা। 

এদিকে, কিছু নরওয়েজিয়ান কোক পানীয় পানকারী ওই বিজ্ঞাপনটিকে  সহজভাবে মেনে নিতে পারেনি। 

কোকা-কোলা নরওয়ের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা 'হ্যাপি রমজান' বার্তাটির প্রতিক্রিয়ায় একজন ব্যবহারকারী লিখেছেন, 'নরওয়েতে ইসলাম স্বাগত নয় কিংবা এর চাহিদা নেই। এই পণ্য নিয়ে মুসলিম দেশে যাও।' 

অপর একজন ফেসবুকে মন্তব্য করেছেন, এখন থেকে এখানে (নরওয়ে) পেপসি চলবে। আমি আশা করি কোকা-কোলা বিক্রি কমে যাবে। 

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, আর নয় কোলা (আর কোকা-কোলা পান করব না)। 

তবে অনেকেই কোকা-কোলার ওই ক্যাম্পেইনকে সমর্থন করেছেন। 

এই ক্যাম্পেইনের সমর্থক একজন ফেইসবুকে লিখেছেন, বর্ণবিদ্বেষীদের যোগান দেওয়া অর্থের প্রয়োজন নেই কোকের। 

সূত্র : আরটি নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা