kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

শ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা কমাল সরকার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ এপ্রিল, ২০১৯ ০৯:০৫ | পড়া যাবে ২ মিনিটেশ্রীলঙ্কায় হামলায় নিহতের সংখ্যা কমাল সরকার

শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার ৩টি গির্জা ও ৩টি হোটেলসহ মোট আট স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলায় মৃতের সংখ্যা ৩৫৯ নয় ২৫৩ জন। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে প্রশাসন জানিয়েছিল, ৯ জন আত্মঘাতী হামলাকারী যারা স্থানীয় ইসলামিক জঙ্গি সংগঠন ন্যাশনাল তওহিদ জামাতের সদস্য, তারা এই জঙ্গি হামলা চালিয়ে ৩৫৯ জনকে মেরে ফেলেছে। এবং এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০০ জন।

এ বিষয়ে বিবিসির খবরে বলা হয়েছে, এই ভুলের জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গণনা পদ্ধতিকে দুষছে।

এদিকে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামলার পরে এত বেশি বিচ্ছিন্ন শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ এসেছিল যে সেই সময় নিহতের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীলঙ্কার উপপ্রতিরক্ষা মন্ত্রী রুয়ান বিজেবর্ধনে বলেছেন, মর্গ থেকে নিহতের ভুল সংখ্যা জানানো হয়েছিল। 

গত রবিবার শ্রীলঙ্কায় চার্চ ও হোটেল সহ বেশ কয়েকটি জায়গায় ধারাবাহিক বিস্ফোরণ হয়। বিস্ফোরক বোঝাই ব্যাগ নিয়ে এই হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। এ ঘটনায় অধিকাংশ শ্রীলঙ্কার নাগরিক ছাড়াও মোট ৪০ জন বিদেশি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন ভারতীয় ও এক বাংলাদেশি শিশু রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য