kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

সৌদিতে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদে জাতিসংঘের নিন্দা

কালের কণ্ঠ অনলাইন   

২৫ এপ্রিল, ২০১৯ ১৭:০৭ | পড়া যাবে ১ মিনিটেসৌদিতে একদিনে ৩৭ জনের শিরশ্ছেদে জাতিসংঘের নিন্দা

একদিনেই ৩৭ জনের শিরশ্ছেদ করায় সৌদি সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে সৌদি সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেল্টে। এর আগে, মঙ্গলবার রাজধানী রিয়াদসহ বিভিন্ন স্থানে ৩৭ জনের শিরশ্ছেদ করে রিয়াদ।

রাষ্ট্রবিরোধী কাজ, সন্ত্রাসী সেল গঠন, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও বিশৃঙ্খলার অভিযোগে তাদের এ দণ্ড কার্যকর করা হয়।

তবে, তাদের শিরশ্ছেদ করা হয়েছে, নাকি অন্যভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তারা সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

মন্তব্য