kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

রাহুল গান্ধী-অমিত শাহদের আসনে ভোট

কালের কণ্ঠ অনলাইন   

২৩ এপ্রিল, ২০১৯ ১৮:০১ | পড়া যাবে ১ মিনিটেরাহুল গান্ধী-অমিত শাহদের আসনে ভোট

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হবে সন্ধ্যা ৬ টায়।

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর, বালুরঘাট আসনসহ ১৩টি রাজ্য এবং দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১৭টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। তৃতীয় দফার ভোটেই ভাগ্য নির্ধারণ হবে হেভিওয়েট প্রার্থী বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির।

এরমধ্যে গুজরাটের গান্ধীনগর থেকে লড়ছেন বিজেপির প্রার্থী অমিত শাহ। আর কেরালার ওয়ানাদ আসনের প্রার্থী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কাশ্মীরের অনন্তনাগ আসন থেকে লড়াই করছেন রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

এর আগে গেল ১১ ও ১৮ এপ্রিল দুদফা ভোট অনুষ্ঠিত হয়েছে। সাত ধাপে ৫৪৩টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে।

মন্তব্য