kalerkantho

ভারতে দুই বছরে কর্মহীন ৫০ লাখ; বেকারত্ব বৃদ্ধি ৬ শতাংশ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ এপ্রিল, ২০১৯ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেভারতে দুই বছরে কর্মহীন ৫০ লাখ; বেকারত্ব বৃদ্ধি ৬ শতাংশ

প্রতীকী ছবি

ভারতে গত দুই বছরে কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৫০ লাখ মানুষ। শুধু তাই নয়, বেকারত্ব বেড়েছে ৬ শতাংশ হারে। সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়েমেন্ট (সিএসই)-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

সিএসই-র প্রতিবেদন বলছে, ভারতে ২০১৬ এবং ২০১৮ সালের মধ্যে কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৫০ লাখ মানুষ। ২০১৬ এর নোটবন্দির পর থেকেই মূলত কর্মসংস্থানের এই ঘাটতির সূত্রপাত হয়। 

তবে নোটবন্দি ও কর্মসংস্থানে ঘাটতির মধ্যে প্রত্যক্ষ কোনো যোগসূত্র রয়েছে কি-না তা ওই প্রতিবেদনে জানানো হয়নি। 

ভারতে প্রতি ৪ মাসে প্রায় ১ লাখ ৬০ হাজার বাড়িতে সার্ভে করা হয়েছে এবং তারপরই এই সামগ্রিক তথ্য প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতে ২০১৮ সালে প্রায় ৬ শতাংশ হারে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। 

এদিকে, এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান মন্তব্য করেছেনে, নির্মাণ ক্ষেত্রে উৎপাদন ও প্রসারণ না হলে ভারতে গণ বেকারত্বের সৃষ্টি হবে।

সূত্র : নিউজ এইটিন 
 

মন্তব্য