kalerkantho

সোমবার । ০৯ ডিসেম্বর ২০১৯। ২৪ অগ্রহায়ণ ১৪২৬। ১১ রবিউস সানি ১৪৪১     

মোদি বাংলায় বললেন 'শুভ নববর্ষ', মমতার ভিডিও বার্তা

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৯ ১৩:৩৫ | পড়া যাবে ১ মিনিটেমোদি বাংলায় বললেন 'শুভ নববর্ষ', মমতার ভিডিও বার্তা

বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাতেই শুভেচ্ছা জানিয়ে ‘শুভ নববর্ষ’ লিখেছেন তিনি। অন্যদিকে নববর্ষে শুভেচ্ছা জানাতে ভুলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘পয়লা বৈশাখের পূণ্য লগ্নে সকলকে জানাই শুভেচ্ছা। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। শুভ নববর্ষ।’

অন্যদিকে টুইটারে মমতা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এসো হে বৈশাখ, এসো এসো... ঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর্ ! বাংলার মা, মাটি, মানুষকে জানাই #শুভনববর্ষ১৪২৬ এর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম ও সালাম। এই শুভ দিন সবার কাটুক ভাল। ১৪২৬ আপনার ও আপনার পরিবারের জন্য হয়ে উঠুক মঙ্গলময়, এই কামনা করি।’

মমতার সেই শুভেচ্ছাবার্তা ভিডিওতে দেখুন নিচে ক্লিক করে-

 pic.twitter.com/GayzoEnJob

— Mamata Banerjee (@MamataOfficial) April 15, 2019

 

 

 

মন্তব্যসাতদিনের সেরা