kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

ক্রাইস্টচার্চ ট্র্যাজেডি

নিউজিল্যান্ডে আগামী শুক্রবার জাতীয় স্মরণসভা

কালের কণ্ঠ অনলাইন   

২৫ মার্চ, ২০১৯ ১১:১২ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডে আগামী শুক্রবার জাতীয় স্মরণসভা

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনায় ৫০ জন নিহত হয়। ওই হামলায় নিহতদের শ্রদ্ধা জানানো হবে। এ জন্য আগামী শুক্রবার (২৯ মার্চ) জাতীয় স্মরণসভার আয়োজন করবে নিউজিল্যান্ড। 

গতকাল রবিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এই ঘোষণা দিয়েছেন। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় আল-নূর মসজিদের কাছে হ্যাগলি পার্কে স্মরণসভা অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, নিউজিল্যান্ড ও সারা বিশ্বের মানুষদের একত্রিত হয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেবে এই স্মরণসভা। 

সূত্র : সাউথ চায়না মর্নিং পোষ্ট 

মন্তব্যসাতদিনের সেরা