kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

মালিতে শিকারীর বেশে সংখ্যালঘুদের ওপর হামলা, নিহত ১৩০

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১৭:৫৩ | পড়া যাবে ১ মিনিটেমালিতে শিকারীর বেশে সংখ্যালঘুদের ওপর হামলা, নিহত ১৩০

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে শিকারীর বেশে আসা ব্যক্তিদের বন্দুকের গুলিতে অন্তত একশ ৩০ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জানা গেছে, শনিবার এতিহ্যবাহী শিকারীর বেশে আসা ব্যক্তিরা সংখ্যালঘু ফলানি সম্প্রদায়ের মানুষদের কুপিয়ে ও গুলি করে হত্যা করে। 

সে দেশে বরাবরই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ফুলানি সম্প্রদায়ের লোকজন। মালির মপটি অঞ্চলের ওগোসাগু এলাকায় ফুলানিদের আবাসস্থলে ওই হামলা চালায়।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা সেখানকার প্রায় সবগুলো বাজার পুড়িয়ে ফেলেছে। এদিকে ফুলানি জনগোষ্ঠীর মানুষরা বলছে, তাদের ওপর হামলার জন্য সেনাবাহিনী দায়ী। 

এমন এক সময় সেখানে হামলার ঘটনা ঘটল, যখন জাতিসংঘের প্রতিনিধিদল সেখানে সফর করছে। ইতোমধ্যেই হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মিশন এমআইএনইউএসএমএ। বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা তদন্তে মালি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা