kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

উট সুন্দরী ও দৌড় প্রতিযোগিতা দেখে বেজায় খুশি সৌদি বাদশাহ

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১৭:১০ | পড়া যাবে ১ মিনিটেউট সুন্দরী ও দৌড় প্রতিযোগিতা দেখে বেজায় খুশি সৌদি বাদশাহ

বাদশাহ আবদুল আজিজ উট সুন্দরী প্রতিযোগিতা ও উটের দৌড় প্রতিযোগিতার শেষ দিন গতকাল শনিবার মাঠে হাজির হয়েছিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এছাড়া সে দেশের রাজ পরিবারের অনেকেই সেখানে উপস্থিত হয়েছিলেন।

সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, উট সুন্দরী প্রতিযোগিতা ও উট দৌড় প্রতিযোগিতা দেখে সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান যারপরনাই খুশি হয়েছেন। এমনকি উট দৌড় প্রতিযোগিতার সময় তারা চিৎকার করে নিজেদের পছন্দের উটকে সমর্থনও দিয়েছেন।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে আগেই জানানো হয়েছে, এবারের উট দৌড় প্রতিযোগিতায় নিজের উট নিয়ে মাঠে ছিলেন সৌদি রাজকন্যা জামিলা। সে দেশে এ ধরনের প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো নারী হিসেবে অংশ নেন জামিলা।

আর জামিলার পৃষ্ঠপোষকতায় ছিলেন স্বয়ং বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রাজকন্যা জামিলার জয়ের ব্যাপারে আশাবাদীও ছিলেন তিনি। তবে প্রতিযোগিতায় ঠিক কার জয় হয়েছে সে ব্যাপারে জানা যায়নি।

মন্তব্যসাতদিনের সেরা