kalerkantho

বুধবার । ১১ ডিসেম্বর ২০১৯। ২৬ অগ্রহায়ণ ১৪২৬। ১৩ রবিউস সানি     

সুদানে বিস্ফোরণে ৮ শিশু নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেসুদানে বিস্ফোরণে ৮ শিশু নিহত

সুদানের ওমদুরমান নগরীর উত্তরাঞ্চলে রবিবার বিস্ফোরণে আট শিশু নিহত হয়েছে। 

পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে একথা জানান।

জেনারেল হাশিম আব্দেল রহিম বলেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাত শিশু নিহত ও হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় এক শিশু মারা যায়।

তিনি বলেন, ছেঁড়া কাগজ ও কাপড় কুড়ানোর সময়ে শিশুরা একটি ‘অদ্ভূত জিনিস’ খুঁজে পেয়ে তা নিয়ে নাড়াচাড়া করছিল। তখন এটি বিস্ফোরিত হয়।

উল্লেখ্য, কয়েক বছর আগে এলাকাটিতে জঙ্গিদের আস্তানা ছিল।

সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিস্ফোরণে আট শিশুর নিহতের কথা নিশ্চিত করেছে।

মন্তব্যসাতদিনের সেরা