kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

ইতালিতে স্কুলবাস ছিনতাই নাটকের অবসান, ছিনতাইকারী গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

২৪ মার্চ, ২০১৯ ০৯:১৭ | পড়া যাবে ১ মিনিটেইতালিতে স্কুলবাস ছিনতাই নাটকের অবসান, ছিনতাইকারী গ্রেপ্তার

ছবি অনলাইন

ইতালির মিলানে শিক্ষার্থীসহ একটি স্কুলবাস ছিনতাই করে অভিবাসনের কঠোর নীতির বিরোধীতা করছিলেন চালক। এ সময় তিনি বাসটিতে আগুনও দেন। তবে পুলিশ সময়মতো হস্তক্ষেপ করে শিক্ষার্থীদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

৫১ জন স্কুল শিক্ষার্থীসহ বাস ছিনতাই করে আগুন দেয়ার চেষ্টা করার সময় বাসটির চালককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার ইতালির মিলানের সান ডোনাতো ৪১৫ নির্জন প্রভিনসিয়াল সড়কে এ ঘটনা ঘটে।

ইতালির কঠোর অভিবাসন নীতি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ইউওসেনু। বাসে আগুন দেয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন ‘সমুদ্রে অভিবাসী হত্যা বন্ধ করো। তা না হলে আমি সবাইকে খুন করব।

গ্রেপ্তারকৃত বাসচালক সেনেগালের বংশোদ্ভূত নাম ইউওসেনু ৪৭ বছর বয়সী। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা