kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

নিউজিল্যান্ড ট্র্যাজেডি

জেসিন্ডাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১৫:৪২ | পড়া যাবে ১ মিনিটেজেসিন্ডাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। ওই ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন অনন্য নজির রাখেন। প্রশংসায় ভাসছেন তিনি। এদিকে জেসিন্ডাকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার আহবান জানানো হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ অনলাইন আবেদনে এ দাবি জানিয়েছে। 

সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্ন দুটি ওয়েবসাইটে আরডার্নকে নোবেল
শান্তি পুরস্কার দেয়ার জন্য দুটি আবেদন জমা পড়েছে। একটি হলো নিউজিল্যান্ডভিত্তিক ওয়েবসাইট চেঞ্জ ডট ওআরজি, অন্যটি ফ্রান্সভিত্তিক আভাজ ডট ওআরজি। 

জানা গেছে, নিউজিল্যান্ডভিত্তিক ওয়েবসাইটিতে ৩ হাজারেরও বেশি স্বাক্ষর জমা পড়েছে। আর ফ্রান্সভিত্তিক ওয়েবসাইটে স্বাক্ষর করেছেন এক হাজারের বেশি লোক। 

 

মন্তব্যসাতদিনের সেরা