kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

দুই বাসের সংঘর্ষ : নিহত অন্তত ৬০

কালের কণ্ঠ অনলাইন   

২৩ মার্চ, ২০১৯ ১৩:৩৭ | পড়া যাবে ১ মিনিটেদুই বাসের সংঘর্ষ : নিহত অন্তত ৬০

একটি বাসে আগুন ধরে যায়;অন্য বাসটি ভেঙে গুড়িয়ে যায়

ঘানায় দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২৮ জন।

শুক্রবার দেশটির বনো ইস্ট অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কিনটিমপু শহর থেকে টামাল যাওয়ার পথে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাসে আগুন ধরে যায়। অন্য বাসটি ভেঙে গুড়িয়ে যায়।

এ দুর্ঘটনায় দুই বাসের ৬০ আরোহী নিহত হয়েছে। অধিকাংশ লোকই ঘটনাস্থলেই মারা গেছে। বাস দুটির প্রত্যেকটিতে অন্তত ৫০ জন করে যাত্রী ছিল।

সূত্র : বিবিসি, এএফপি

মন্তব্যসাতদিনের সেরা