kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

আফগানিস্তানে অভিযানে দুই মার্কিন সেনা নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২২ মার্চ, ২০১৯ ১৭:৩৯ | পড়া যাবে ১ মিনিটেআফগানিস্তানে অভিযানে দুই মার্কিন সেনা নিহত

আফগানিস্তানে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের দু'জন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ন্যাটো। শুক্রবার তারা মারা গেলেও নিহতদের পরিবারকে না জানানো পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না। এমনকি নিহতদের পরিবারকে জানানোর ২৪ ঘণ্টা পর নিহতদের নাম প্রকাশ করা হবে বলেও জানিয়েছে ন্যাটো।

ন্যাটো বলছে, এ বছর যুক্তরাষ্ট্রের চারজন সেনা সেখানে নিহতের ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে মধ্যস্থতার জেরে আফগানিস্তানে ১৭ বছরের সংঘর্ষ শেষ হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এ ধরনের ঘটনা ঘটল। চলতি বছরের ফেব্রুয়ারিতে তালেবানের প্রধানের সঙ্গে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের। তার পরই সমঝোতা হয়। তার পরেও এ ধরনের ঘটনা ঘটছে।

এর আগে গত বছর সব চেয়ে বেশি সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে তিন হাজার আটশ চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবারই কাবুলে তিনটি বোমার আঘাতে অন্তত ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মন্তব্যসাতদিনের সেরা