kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

ইরাকের টাইগ্রিস নদীতে নৌকাডুবি, নিহত ৬০

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ২১:১৪ | পড়া যাবে ১ মিনিটেইরাকের টাইগ্রিস নদীতে নৌকাডুবি, নিহত ৬০

কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপন শেষে বাড়ি ফেরার পথে ইরাকের মসুল শহরের কাছে টাইগ্রিস নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবারের ওই ঘটনার ব্যাপারে মসুল সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের প্রধান হুসাম খলিল বলেন, নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬০ জন মারা গেছেন নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা সাঁতার জানত না। 

তিনি আরো বলেন, প্রায় দুই শতাধিক মানুষ নওরোজ উদযাপন শেষে ওই নৌকাটিতে বাড়ি ফিরছিলেন। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোস্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে। 

সেই ভিডিওতে দেখা যায়, একটি নৌকা ডুবে যাচ্ছে। আর সেই নৌকা থেকে লোকজন টাইগ্রিস নদীতে ঝাঁপিয়ে পড়ছে। তাদের উদ্ধার করা হচ্ছে। নদীর তীরে অনেকেই আর্তনাদ করছেন।

জানা গেছে, নৌকাডুবির ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে।

মন্তব্যসাতদিনের সেরা