kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

গুজরাটে আবিরের বদলে টমেটো ছুঁড়ে 'হোলি উৎসব'

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ২০:০৩ | পড়া যাবে ২ মিনিটেগুজরাটে আবিরের বদলে টমেটো ছুঁড়ে 'হোলি উৎসব'

হোলি উৎসবে সচরাচর দলে দলে মানুষ একে অপরের দিকে আবির বা রঙ ছুঁড়ে মারে। তবে গুজরাটে এবার সেসবের বদলে টমেটো ছুঁড়ে দোল খেললেন সবাই। 

সচরাচর আবির বা পানিভরা বেলুন ঐতিহ্যগতভাবে দোলে রঙ খেলা উদযাপনের জন্য ব্যবহৃত হয়। সেই সঙ্গে কাঁচা ডিম, না উঠতে চাওয়া রঙ বা কাদা দিয়েও খেলার রেওয়াজ আছে।

কিন্তু ভারতের আহমেদাবাদের মানুষ এবার সবজি দিয়ে দোল খেললেন বেশি। রঙ খেলার পছন্দসই বিকল্প হিসেবে তারা তুলে নিলেন লাল লাল টমেটো। 

সেই দৃশ্য দেখে ক্ষণিকের জন্য লা টম্যাটিনা ফেস্টিভালের কথা মনে পড়ে যেতে পারে। ১৯৪৫ সাল থেকে স্পেনের শহর বুনোলে অনুষ্ঠিত হয় এই বিশেষ উৎসব। 

২০১১ সালের ‘জিন্দেগি না মিলেগি দোবারা' সিনেমায় সেই উৎসব দেখানোর পরে ভারতীয়দের মধ্যে তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ওই সিনেমায় হৃত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল ও ক্যাটরিনা কাইফকে টমেটো ছোঁড়ার উৎসবে সামিল হতে দেখা যায়। হৃত্বিক, ফারহান, অভয় ও ক্যাটরিনা কাইফের উপর ‘এক জুনুন' গানটির দৃশ্যায়ন হয়। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেছেন, আনন্দ ও সৌহার্দ্যের এই উৎসব ঐক্য এবং শুভ ইচ্ছার রঙকেই শক্তিশালী করবে।

মন্তব্যসাতদিনের সেরা