kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ছয়

কালের কণ্ঠ অনলাইন   

২১ মার্চ, ২০১৯ ১৯:১১ | পড়া যাবে ১ মিনিটেচীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ছয়

চীনের পূর্বাঞ্চলের ইয়াংচেং এলাকার একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানায় অগ্নিকান্ডের পর বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান।

সে দেশের ভূমিকম্প বিশষয় কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণের সময় দুই দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছে। বিস্ফোরণে ওই ভবনের মারাত্মক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা