kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

'গরম লাগলে কোলে এসে বস' নারী সাংবাদিককে উবার চালক!

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৯ ২১:০৯ | পড়া যাবে ২ মিনিটে'গরম লাগলে কোলে এসে বস' নারী সাংবাদিককে উবার চালক!

ভারতে আবারও নারীদের হয়রানির অভিযোগ উঠেছে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিবহন সংস্থা উবারের এক চালকের বিরুদ্ধে। ভুক্তভোগী অমৃতা দাস নামের দিল্লির একজন সাংবাদিক। তিনি যখন উবার চালক দ্বারা এই হয়রানির শিকার হন; সেইসময় তার স্বামীও গাড়িতে ছিলেন। অমৃতা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই বাজে অভিজ্ঞতার কথা। এরপর নড়েচড়ে বসেছে উবার কর্তৃপক্ষ।

অমৃতা লিখেছেন, 'খুব বাজে এবং রূঢ় আচরণের ড্রাইভার। আমি এর বিচার চাই। প্রথমে সে গাড়ির এসি চালু করতে অস্বীকৃতি জানায়। তারপর সে বলে, 'গরম লাগলে আমার কোলে এসে বস!' এছাড়া ট্রিপ চালু হওয়ার একটু পরেই সে গাড়ি থামিয়ে আমাদের নেমে যেতে বাধ্য করে! সেইসময় আমার স্বামীও আমার সঙ্গে ছিল!'

টুইটের সঙ্গে অমৃতা ড্রাইভারের ছবি এবং গাড়ির নম্বরটিও যোগ করে দিয়েছেন। তার এই টুইট দ্রুত ভাইরাল হয়ে যায়। যা নজরে পড়ে উবার কর্তৃপক্ষের। তারা ফিরতি টুইটে জানায়, 'আমরা এই ঘটনা জেনে খুবই দুঃখিত। আমাদের সাপোর্ট টিম দ্রুত আপনার সঙ্গে ইমেইলে যোগাযোগ করবে। দয়া করে আপনার অভিযোগ সেখানে জানান।'

এরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানায়, 'যে ঘটনা ঘটেছে, আমাদের এই প্ল্যাটফর্মে এমন কিছুর কোনো স্থান নেই। আমরা তদন্ত চলাকালীন সময়ে ওই চালকের অ্যাকাউন্ট পেন্ডিং করে রেখেছি। তদন্ত শেষে দোষী ব্যক্তির অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্লক করে দেওয়া হবে।'

মন্তব্যসাতদিনের সেরা