kalerkantho

মঙ্গলবার । ১০ ডিসেম্বর ২০১৯। ২৫ অগ্রহায়ণ ১৪২৬। ১২ রবিউস সানি     

নিউজিল্যান্ড ট্র্যাজেডি : পিতা-পুত্রের দাফন সম্পন্ন

কালের কণ্ঠ অনলাইন   

২০ মার্চ, ২০১৯ ১০:৫৯ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ড ট্র্যাজেডি : পিতা-পুত্রের দাফন সম্পন্ন

শত-শত শোকার্ত মানুষ জানাজায় অংশ নিয়েছেন

গত শুক্রবার নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলায় ৫০ জন নিহত হন। ওই হামলায় নিহত দুজনের দাফন সম্পন্ন হয়েছে। 

এই দুজন হলেন সিরিয়া থেকে নিউজিল্যান্ডে অভিবাসী হওয়া পিতা ও পুত্র। এই দুজনের নাম খালেদ মুস্তফা (৪৪) ও হামজা (১৬)। তারা গত বছর শরনার্থী হিসেবে সিরিয়া থেকে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে আসেন। 

জানা গেছে, ক্রাইষ্টচার্চের লিনউড ইসলামিক সেন্টারের কাছে অবস্থিত কবরস্থানে পিতা ও পুত্রকে দাফন করা হয়েছে। শত-শত শোকার্ত মানুষ তাদের জানাজায় অংশ নিয়েছেন। 

প্রসঙ্গত, ১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলায় জড়িত ছিলেন ২৮  বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টেরেন্ট। 

সূত্র : বিবিসি 

মন্তব্যসাতদিনের সেরা