kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ক্রাইস্টচার্চ হামলা তদন্তে সহায়তা করতে চায় এফবিআই

কালের কণ্ঠ অনলাইন   

১৬ মার্চ, ২০১৯ ০৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেক্রাইস্টচার্চ হামলা তদন্তে সহায়তা করতে চায় এফবিআই

ফাইল ফটো

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে সন্ত্রাসী হামলা হয়। এতে অন্তত ৪৯ জন নিহত হন। এদের মধ্যে তিন বাংলাদেশিও রয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি আছেন। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

গতকাল এ ভয়ঙ্কর ঘটনা ঘটে যাওয়ার পর অস্ট্রেলিয়ার ক্যানাবেরা অঞ্চলের এফবিআই এজেন্ট এক বিবৃতিতে তদন্তকাজে তাদের আগ্রহের বিষয়টি জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নিউজিল্যান্ডের দুই মসজিদে সন্ত্রাসী হামলার তদন্তে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। সুযোগ পেলে আমরা নিউজিল্যান্ডের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করতে চাই।

মন্তব্যসাতদিনের সেরা