kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

কালের কণ্ঠ অনলাইন   

১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ১৭:১৩ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এশিয়া সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তান, ভারত ও মালয়েশিয়াও সফর করবেন। বৃহস্পতিবার জাকার্তা এ খবর জানায়। খবর এএফপি’র।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় তার দু’দিনের সফর আগামী সোমবার শুরু হচ্ছে। এ দ্বীপ দেশে এটি যুবরাজের দ্বিতীয় সরকারি সফর। তবে জাকার্তা তার এ ভ্রমণের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

প্রেসিডেন্টের মুখপাত্র জোহান বুদি এএফপি’কে বলেন, ‘তিনি আগামী ১৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন এবং ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করবেন।

সৌদি যুবরাজের ইন্দোনেশিয়ায় যাওয়ার আগে পাকিস্তান ও মালয়েশিয়া সফরের কথা রয়েছে। পরে তিনি ভারতে যাবেন।

সালমান ২০১৭ সালে তার বাবা বাদশাহ সালমানের সঙ্গে সর্বশেষ ইন্দোনেশিয়া সফর করেন। বিনিয়োগের সুযোগ সৃষ্টির আশায় এশিয়া সফরের অংশ হিসেবে তিনি ওই সফরে গিয়েছিলেন।

ওই সময় জাকার্তা ও রিয়াদ বিজ্ঞান, স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে এবং অপরাধ দমনে কয়েকটি চুক্তি স্বাক্ষর করে।

উল্লেখ্য, সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যায় যুবরাজের জড়িত থাকার অভিযোগে সমালোচনা অব্যাহত থাকার মধ্যেই তিনি আগামী সপ্তাহের এ সফর করছেন।

মন্তব্যসাতদিনের সেরা