kalerkantho

ইরানে ইসলামি বিপ্লবের ৪০ বর্ষপূর্তি; লাখো মানুষের সমাবেশ

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১৫:১৮ | পড়া যাবে ১ মিনিটেইরানে ইসলামি বিপ্লবের ৪০ বর্ষপূর্তি; লাখো মানুষের সমাবেশ

বিশাল মিছিল ও শোভাযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছে

ইরানে ইসলামি বিপ্লবের ৪০ বর্ষ পূর্তির বিজয় দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দেশজুড়ে বিশাল মিছিল ও শোভাযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছে। 

মিছিল ও শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 

রবিবার রাত নয়টায় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে সারাদেশ প্রকম্পিত হয়ে উঠে। ইরানিরা নিজ নিজ বাড়ির ছাদে উঠে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

বিপ্লবের ৪০ বছর পূর্তি উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী দেবেন আয়াতুল্লাহ আলী খোমেনি। তার দপ্তর থেকে জানানো হয়েছে, ওই বাণীতে দিকনির্দেশনামূলক তথ্য থাকবে। 

প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়। এটি একটি যুগান্তকারী বিপ্লব যা দেশটিকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করে। ইরানের ইসলামি বিপ্লবকে ফরাসি ও বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব বলে অভিহিত করা হয়। 

সূত্র : আল-জাজিরা, প্রেসটিভি 

মন্তব্যসাতদিনের সেরা