kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

মার্কিন সেনাদের বেতন বাড়ছে দক্ষিণ কোরিয়ায়!

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১১:১৯ | পড়া যাবে ১ মিনিটেমার্কিন সেনাদের বেতন বাড়ছে দক্ষিণ কোরিয়ায়!

মার্কিন সেনাদের বেতন বাড়ানোর প্রতিবাদে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এই সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে নতুন একটি চুক্তিতে সই করেছে সিউল। 

এর আগে মার্কিন সেনাদের ব্যয়ভার সিউলকে বাড়াতে হবে বলে দাবি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিপ্রেক্ষিতে এ চুক্তি হয়েছে বলে জানা গেছে। 

জানা গেছে, এবার দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের বেতন-ভাতা বাবদ সিউল সরকার ১.০৩ ট্রিলিয়ন ওয়ান ব্যয় করবে। গত বছর এ ব্যয় ছিল ৯৬০ বিলিয়ন ওয়ান।

গত মাসে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি সূত্র জানায়, মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা স্থগিত হয়েছে। 

সূত্র : ওয়াশিংটন পোস্ট

মন্তব্যসাতদিনের সেরা