kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

অবশেষে মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক মারজিয়া

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জানুয়ারি, ২০১৯ ১৫:৫৪ | পড়া যাবে ১ মিনিটেঅবশেষে মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক মারজিয়া

মারজিয়া হাশেমি

মার্কিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভির সাংবাদিক মারজিয়া হাশেমি। মারজিয়া প্রেস টিভিতে নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করতেন। বিনা কারণে ১০ দিন কারাভোগের পর স্থানীয় সময় বুধবার বিকেলে কারাগার থেকে মুক্তি পান তিনি।

জানা গেছে, বুধবার সকালে ওয়াশিংটন ডিসির আদালতে মারজিয়ার বিরুদ্ধে অভিযোগে গঠনের শুনানি হয়। মারজিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। এ কারণে তাকে মুক্তি দেয়ার আদেশ দেন গ্রান্ড জুরি। 

মারজিয়া বেশ কয়েক বছর ধরে প্রেস টিভির সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত রবিবার তাকে মিসৌরির বিমানবন্দর থেকে আটক করে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মারজিয়ার আগের নাম ছিল মেলানি ফ্রাঙ্কলিন। এক পর্যায়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে মারজিয়া হাশেমি রাখেন। 

সূত্র : প্রেস টিভি 

মন্তব্যসাতদিনের সেরা