kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

বলিভিয়ায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত ২২

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৯ ১৪:১৫ | পড়া যাবে ১ মিনিটেবলিভিয়ায় ভয়াবহ দুর্ঘটনা; নিহত ২২

বলিভিয়ার মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে

বলিভিয়ার একটি মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩৭ জন। শনিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। 

বলিভিয়ার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ বলছে, বলিভিয়ার রাজধানী লাপাজ থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চাল্লাপাটা শহরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। 

সূত্র : এপি 

মন্তব্যসাতদিনের সেরা