kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

মানবিজের নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক

কালের কণ্ঠ অনলাইন   

২১ জানুয়ারি, ২০১৯ ১০:৪৫ | পড়া যাবে ১ মিনিটেমানবিজের নিয়ন্ত্রণ নিতে চায় তুরস্ক

ফাইল ফটো

সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধারা দখল করে সিরিয়ার মানবিজ। তবে এবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর মানবিজের নিয়ন্ত্রণ নিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

রবিবার এক ফোনালাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

গত সপ্তাহে মানবিজে ইসলামিক স্টেট যোদ্ধাদের হামলায় দুই সেনাসহ চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

মানবিজের নিরাপত্তার দায়িত্ব নিতে তুরস্ক প্রস্তুত জানিয়ে ট্রাম্পকে এরদোগান বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গত মাসে ট্রাম্পের সিদ্ধান্ত প্রভাবিত করতে উসকানিমূলকভাবে মানবিজে সেনাদের ওপর আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। শহরটি এখনও মার্কিন সমর্থিত কুর্দিশ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে।

২০১৬ সালে আইএসের হাত থেকে মানবিজের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)।

মন্তব্যসাতদিনের সেরা