kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

সুদানে ৩৮ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কালের কণ্ঠ অনলাইন   

১৯ জানুয়ারি, ২০১৯ ১৭:০৬ | পড়া যাবে ১ মিনিটেসুদানে ৩৮ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুদানে সরকারবিরোধী বিক্ষোভ

সুদানে ৩৮ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রসিকিউশন ‘উত্তেজক’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। 

সুদানের টেলিভিশন চ্যানেল সুদানিয়া২৪ জানিয়েছে, ফৌজদারি অপরাধ আইনের ৬৬, ৬৯ ও ৭৭ এবং সাইবারক্রাইম আইনের ১৭ নাম্বার ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। 

গণমাধ্যমটি বলছে, ওই সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয়েছে।

সূত্র : আল-জাজিরা 

মন্তব্যসাতদিনের সেরা