kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ইন্দোনেশিয়ায় তারকাদের যৌনচক্র ফাঁস, শতাধিক আটক

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ২৩:০১ | পড়া যাবে ১ মিনিটেইন্দোনেশিয়ায় তারকাদের যৌনচক্র ফাঁস, শতাধিক আটক

ইন্দোনেশিয়ায় প্রায় ১৫০ জন সেলিব্রেটি ও মডেল নিয়ে গঠিত একটি অনলাইনভিত্তিক যৌনকর্মী চক্র ধরা পড়েছে। এই চক্রে দেশটির জনপ্রিয় সেলিব্রেটি ভানেসা এঞ্জেলও রয়েছেন।

এছাড়া এই চক্রে মিস ইন্দোনেশিয়া-২০১৬ ও ২০১৭ এর দুজন ফানালিস্টও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পূর্ব জাভার পুলিশের ইন্সপেক্টর জেনারেল লুকি হারমাওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই চক্রের ব্যবহৃত একটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে বিষয়টি সামনে চলে আসে। ওই অ্যাকাউন্টে সেলিব্রেটি, এজেন্ট ও ব্যবহারকারীদের লেনদেনের পরিমাণ ২.৮ বিলিয়ন ইন্দোনেশিয়ান রুপি।

লুকি হারমাওয়ান বলেন, ওই ব্যাংক হিসাবের লেনদেন ছিল অস্বাভাবিক। এটি থেকেই বিষয়টি উঠে আসে।

মন্তব্যসাতদিনের সেরা