kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তুলসি!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ১৬:৫২ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তুলসি!

তুলসি গ্যাবার্ড

সম্প্রতি মার্কিন কংগ্রেসে প্রথম হিন্দু সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তুলসি গ্যাবার্ড (৩৭)। ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন তিনি। শনিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা জানান তিনি। 

ওই সাক্ষাতকারে তুলসী জানিয়েছেন, আগামী সপ্তাহে নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করবেন তিনি।

তিনি বলেছেন, মার্কিন জনগণ এখন ব্যাপক প্রতিকূলতার মোকাবেলা করছে। এ বিষয়ে আমি উদ্বিগ্ন। এ সমস্যা সমাধানে আমি সাহায্য করতে চাই।

প্রসঙ্গত, ডেমোক্রেট পার্টির সদস্য তুলসি চতুর্থবারের মতো হাওয়াই থেকে মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতা নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্ম নেওয়া এই নারী ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন।

সূত্র : খালিজ টাইমস, টাইমস অব ইন্ডিয়া 

মন্তব্যসাতদিনের সেরা