kalerkantho

সিরিয়ায় মসজিদ ধ্বংস করল মার্কিন জোট

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ডিসেম্বর, ২০১৮ ১১:৫৯ | পড়া যাবে ১ মিনিটেসিরিয়ায় মসজিদ ধ্বংস করল মার্কিন জোট

মসজিদটি আইএস-এর 'কমান্ড ও কন্ট্রোল সেন্টার' হিসেবে ব্যবহৃত হতো

সিরিয়ায় একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। গতকাল শনিবার দেশটির হাজিন শহরের মসজিদটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয়। ওই মসজিদটি জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর 'কমান্ড ও কন্ট্রোল সেন্টার' হিসেবে ব্যবহৃত হতো। 

মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

হাজিন শহরটি ইউফ্রেটিস নদীর পূর্বতীরে অবস্থিত যা ছিল আইএস অধিকৃত সর্বশেষ বড় শহর। গত কয়েক মাস ধরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দিশ মিলিশিয়াদের সহায়তায় শহরটি দখলে নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 

মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষে জানানো হয়েছে, হাজিন শহরের ওই মসজিদে আইএস-এর ১৬ জন যোদ্ধা ভারি অস্ত্রসহ অবস্থান করে সেখান থেকেই আক্রমণ চালাতো। মসজিদটিকে তারা তাদের মুলকেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। 

মার্কিন বাহিনী জানায়, ওই হামলায় ৩ আইএস জঙ্গি নিহত হয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসাতদিনের সেরা