kalerkantho

পর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ডিসেম্বর, ২০১৮ ১০:০২ | পড়া যাবে ১ মিনিটেপর্তুগালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

ফাইল ফটো

পর্তুগালে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে আহোরণ করা ৪ জনই নিহত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি অঞ্চলে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
 
শনিবার দেশটি স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে বলে খবরে বলা হয়েছে।

হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় দুইজন পাইলট, একজন নার্স এবং একজন চিকিৎসক নিহত হয়েছে। পর্তুগালের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘আরটিপি’ এবং ‘ডেইলি কোরিও দে মানহা’ বিষয়টি প্রকাশ করেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার অভিযানে অন্তত ২০০ কর্মী যোগ দিয়েছেন।

মন্তব্যসাতদিনের সেরা