kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

নেপালে সড়ক দুর্ঘটনা; নিহত ২০

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৮ | পড়া যাবে ১ মিনিটেনেপালে সড়ক দুর্ঘটনা; নিহত ২০

প্রতীকী ছবি

নেপালে একটি ট্রাক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। শেষকৃত্যানুষ্ঠান শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪শ' মিটার নিচে একটি নদীর তীরে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

আজ শনিবার দেশটির পুলিশ এ কথা জানায়। 

জানা গেছে, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ওই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। 

সূত্র : টাইমস নাউ 

মন্তব্যসাতদিনের সেরা