kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

ভারতে মন্দিরের প্রসাদ খেয়ে মারা গেল ১০ জন

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৮ ১১:১৭ | পড়া যাবে ১ মিনিটেভারতে মন্দিরের প্রসাদ খেয়ে মারা গেল ১০ জন

প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়া এক নারীকে হাসপাতালে নেয়া হচ্ছে

ভারতের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় অর্ধশত মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

গতকাল শুক্রবার রাজ্য কর্নাটক রাজ্যের চামারাজানগর জেলার মারাম্মা মন্দিরে এ ঘটনা ঘটেছে।খাদ্যে বিষক্রিয়ার কারণে হতাহতের ওই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

ওই ঘটনায় ১০ জনের নিহতের খবর নিশ্চিত করেছে জেলা কর্তৃপক্ষ। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

চামারাজানগরের এসপি ধর্মেন্দ্র কুমার মীনা জানান, ৬৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু 

মন্তব্যসাতদিনের সেরা