kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

সবিশেষ

‘হৃৎপিণ্ড’ নিতে ফিরে গেল বিমান!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ডিসেম্বর, ২০১৮ ১১:০৬ | পড়া যাবে ২ মিনিটে‘হৃৎপিণ্ড’ নিতে ফিরে গেল বিমান!

যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে ডালাসগামী একটি বিমানে হৃৎপিণ্ড বহন করার কথা ছিল। কিন্তু তা নিতে বেমালুম ভুলে যায় বিমানের কর্মীরা। উড্ডয়নের পর বিষয়টি ধরা পড়ে। কিন্তু ততক্ষণে বিমানটি প্রায় অর্ধেক পথ অতিক্রম করে। এমন অবস্থায় বিমানটি আবারও সিয়াটল বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। গত রবিবার সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমানে এ ঘটনা ঘটে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, হৃৎপিণ্ডটি ক্যালিফোর্নিয়া থেকে সিয়াটলে আনা হয়েছিল। সেখানকার একটি হাসপাতালে হৃৎপিণ্ডের একটি ভাল্ভ প্রতিস্থাপন করার কথা ছিল। এরপর হৃৎপিণ্ডটিকে ডালাসে স্থানান্তরিত করার কথা। কিন্তু হৃৎপিণ্ডটি ডালাসগামী বিমানে তো তোলাই হয়নি এবং প্রায় অর্ধেক পথ পাড়ি দেওয়ার আগ পর্যন্ত বিমানের কর্মীদের মনেও আসেনি যে হৃৎপিণ্ড নিতে ভুলে গেছে তারা।

প্লেনের ক্যাপ্টেন যখন এ ঘটনার কথা যাত্রীদের বলেন তখন বিমানের বেশির ভাগ যাত্রীই বিস্মিত হয়। কেউ কেউ তাদের স্মার্টফোন ব্যবহার করে হৃৎপিণ্ড প্রতিস্থাপনসংক্রান্ত বিভিন্ন বিষয় খোঁজাখুঁজি শুরু করে। দেহ থেকে হৃৎপিণ্ড বের করার পর কতক্ষণের মধ্যে তা আরেকটি দেহে প্রতিস্থাপন করতে হয়—এই বিষয়েই সার্চ করে বেশির ভাগ মানুষ। বিশেষজ্ঞদের মতে, চার থেকে ছয় ঘণ্টার মধ্যে এই অস্ত্রোপচার সম্পন্ন করতে হয়।

সাউথওয়েস্ট এয়ারলাইনসের বিমানটি প্রায় তিন ঘণ্টা সময় অতিরিক্ত ভ্রমণ করার পর হৃৎপিণ্ডটি বিমানে তোলে। নির্দিষ্ট সময়ের মধ্যেই হৃৎপিণ্ডটিকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল। সূত্র : বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা