kalerkantho

সোমবার । ৬ আশ্বিন ১৪২৭ । ২১ সেপ্টেম্বর ২০২০। ৩ সফর ১৪৪২

ব্রাজিলে ক্যাথেড্রালে বন্দুক হামলা; নিহত ৫

কালের কণ্ঠ অনলাইন   

১২ ডিসেম্বর, ২০১৮ ১৩:৩১ | পড়া যাবে ১ মিনিটেব্রাজিলে ক্যাথেড্রালে বন্দুক হামলা; নিহত ৫

ব্রাজিলের একটি ক্যাথলিক ক্যাথেড্রালে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েকজন। 

দেশটির সাও পাওলো শহরের কাছে এ হামলা হয়েছে। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, কামপিনাস শহরের মেট্রোপলিটন ক্যাথেড্রালে এই হামলা চালানো হয়। এ সময় হতাহতরা প্রার্থনারত ছিল। 

এদিকে, ব্রাজিলের ও গ্লোবো নিউজ-এর প্রতিবেদন বলছে, বন্দুকধারী ব্যক্তিটি একটি রিভলবার ও একটি পিস্তল বহন করছিল। সে আচমকা তার আসন থেকে উঠে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। 

পুলিশ তাকে গ্রেপ্তার করার আগেই চার্চের বেদির সামনে আত্মহত্যা করে সে। 

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা