kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কৃষকদের বিপুল অঙ্কের কৃষিঋণ পরিশোধ করলেন অমিতাভ!

কালের কণ্ঠ অনলাইন   

২১ নভেম্বর, ২০১৮ ১১:০৬ | পড়া যাবে ১ মিনিটেকৃষকদের বিপুল অঙ্কের কৃষিঋণ পরিশোধ করলেন অমিতাভ!

অমিতাভ বচ্চন

অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। কৃষকদের নেয়া চার কোটি রুপির বেশি কৃষি ঋণের অর্থ পরিশোধ করেছেন তিনি। মঙ্গলবার তিনি তার নিজের ব্লগে এই কথা জানান। 

ব্লগে অমিতাভ লিখেছেন, ১৩৯৮ জন কৃষকের ঋণের দায়িত্ব নিয়েছেন তিনি। তিনি ওই কৃষকদের কৃষি ঋণের বকেয়া অর্থ ব্যাংকে শোধ করে দিয়েছেন। 

ওই কৃষকরা ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। অমিতাভ বচ্চনের জন্মস্থান এই উত্তর প্রদেশ। 

প্রসঙ্গত, ভারতে প্রতিবছর হাজারো কৃষক ঋণ পরিশোধ করতে পারেন না। ঋণ শোধ করতে না পেরে অনেক কৃষকের আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। ১৯৯৫ সাল থেকে অন্তত তিন লাখ কৃষক আত্মহত্যা করেছেন।

সূত্র: বিবিসি

মন্তব্যসাতদিনের সেরা