kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

নিলামে উঠছে টাইটানিকের সেই ‘ভূতুড়ে’ আয়না

কালের কণ্ঠ অনলাইন   

২০ নভেম্বর, ২০১৮ ১৬:৫৩ | পড়া যাবে ১ মিনিটেনিলামে উঠছে টাইটানিকের সেই ‘ভূতুড়ে’ আয়না

ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ ও তার আয়না

১৯১২ সালের ১৪ এপ্রিল নর্থ আটলান্টিক মহাসমুদ্রে হিমশৈলের আঘাতে ডুবে যায় বিখ্যাত জাহাজ টাইটানিক। সেই জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড জন স্মিথ। তিনি ওই জাহাজডুবিতেই মারা যান। নিলামে উঠতে চলেছে স্মিথের ব্যবহৃত আয়নাটি।  

 ব্রিটেন ছাড়ছে টাইটানিক, এপ্রিল ১৯১২

এই আয়নাকে ‘ভূতুড়ে’ আয়না বলে অভিহিত করা হয়। বলা হয়ে থাকে, আয়নাটিতে  প্রতিবছর একবার স্মিথের মুখ ভেসে ওঠে। আয়নাটির বয়স ১১০ বছর। 

নিলামকারী সংস্থা জানিয়েছে, নিলামে বিপুল দর উঠেছে আয়নাটির। 


সূত্র: আরটি নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা