kalerkantho

রবিবার । ১৫ ডিসেম্বর ২০১৯। ৩০ অগ্রহায়ণ ১৪২৬। ১৭ রবিউস সানি                    

প্রিন্স সালমানকে বাঁচাতে পারবেন না ট্রাম্প

কালের কণ্ঠ অনলাইন   

১৯ নভেম্বর, ২০১৮ ১৬:০৩ | পড়া যাবে ১ মিনিটেপ্রিন্স সালমানকে বাঁচাতে পারবেন না ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান

সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সুস্পষ্ট দলিল-প্রমাণ মার্কির গোয়েন্দা সংস্থা সিআইএর হাতে রয়েছে।এ হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সম্পৃক্ততার বিষয়টি জানিয়েছে সিআইএ।এ কারণে প্রিন্স সালমানের ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দিতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রভাবশালী মার্কিন সিনেটর র‍্যান্ড পল এসব কথা বলেছেন। 

রবিবার সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেন। 

যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্য থেকে নির্বাচিত সিনেটর র‍্যান্ড পল বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানই সাংবাদিক খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে সুস্পষ্ট দলিল-প্রমাণ সিআইএ-র হাতে এসেছে। তাই এখন আর তা ধামাচাপা দিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, খাশোগি হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত।

সূত্র: সিবিএস নিউজ 

মন্তব্যসাতদিনের সেরা